অবকাঠামো

বিদ্যালয়টিতে রয়েছে ৬৫ হাজার ২৬৩ বর্গমিটার ভূমি , একটি ৫ তলা প্রশাসনিক ভবন  দুটো ৫ তলা ছাত্র ছাত্রী হল , দুটো ৪ তলা অ্যাকাডেমিক ভবন একটি চার তলা কনভেনশন ভবন, একটি অডিটোরিয়াম ও টিএসসি ভবন এবং তিন তলা শিক্ষক কর্মচারী ক্লাব । পাশাপাশি ওয়ার্কশপ ও পুলিশ স্টেশন, শহীদ মিনার ও মুক্তমঞ্চ, আনসার ক্যাম্প ভবন, মন্দির, ওয়াটার বডি ও কেন্দ্রীয় পানি নিষ্কাশন, লাইন , লাইব্রেরি ।

উল্লেখ্য, ১৯৯৯ সালে  এ বিদ্যালয়টি ঢাকা-পাবনা মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে ৩০ একর জমির ওপর স্থাপন করা হয়। এ বিদ্যালয়টিতে প্রতিবছর  প্রায় ১১ হাজার জন শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৪ হাজার।