ভর্তি ফরম বিতরন

ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের 2020খ্রিঃ সনের ভর্তি পরীক্ষার ফরম বিতরন চলছে। ভর্তিইচ্ছুক ছাত্রীদের অত্র প্রতিষ্ঠানর অফিস কক্ষ হতে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

৩৩৮, ঈশ্বরদী-সি কেন্দ্রের জে এস সি পরীক্ষা- 2019

৩৩৮, ঈশ্বরদী-সি কেন্দ্রের সকল বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের অবগতির জন্য জানাচ্ছি-২১/১০/১৯ থেকে জে,এস সি-১৯ এর প্রবেশ পত্র বিতরণ করা হবে।বিধি মোতাবেক কক্ষ পরিদর্শকের ছবি ও বিবরণী জমা দিয়ে প্রবেশ পত্র গ্রহনের অনুরোধ করা হলো।